কাঁঠাল ভাঙ্গতেই ভেতরে মিললো গাঁজা

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্ত্বরের যাত্রী ছাউনীর সামনে নিয়মিত অভিযান পরিচালনা করছিল র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় ৪জন যাত্রী একটি স্কুলের ব্যাগ ও দুইটি বড় কাঁঠাল নিয়ে ঘুরাফেরা করছিল। তাদের দেখে সন্দেহ হয় র‍্যাব সদস্যদের। তাৎক্ষণিক ৪জনকে তল্লাশির প্রস্তুতি নেয়া হয়। তল্লাশির এক পর্যায়ে কাঠালটির একপাশে দাগ দেখে র‍্যাব সদস্যদের আরও সন্দেহ বাড়ে। কাঠালের দাগ দেওয়া অংশ টুকু ভেঙে খুলে যায়। বেড়িয়ে আসে কাঁঠালের ভেতরে থাকা গাঁজা। স্কুল ব্যাগটিতেও পাওয়া যায় গাঁজা। আটক করা হয় ৪জনকে। মঙ্গলবার বিকালে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বিরামপুরের মৃত এখলাছ মিয়ার ছেলে মো. মানিক মিয়া(২৮), একই এলাকার কাচু চন্দ্র সাহার ছেলে চন্দন কুমার শাহা(৩৪), পিতা- কাচু চন্দ্র সাহা,  কিশোরগঞ্জ জেলার কটিয়াদি গনেরগাঁও চন্তিপাড়ার নজরুল ইসলামের ছেলে আলী আকবর(২৪) ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ উপজেলার আন্দিদিল গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে মো. আমিন (৩২)।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটেছে। এসময় ওই কাঠাল ও স্কুল ব্যাগ থেকে সাড়ে ১৩কেজি গাজা উদ্ধার করা হয়।

এছাড়াও একটি মোটরসাইকেল থেকে সাড়ে তিন কেজি উদ্ধার করা হয়। আটক করা হয় এক যুবককে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে