ব্রাজিল ও আর্জেন্টিনা ফাইনাল: সংঘাত এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় মাঠে থাকবে পুলিশের ১১৬টি বিশেষ টিম বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২১ নিজস্ব প্রতিবেদক: রবিবার ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনাল খেলায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এই খেলাকে কেন্দ্র করে সংঘাত এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সতর্কতামূলক প্রচারণা শুরু হয়েছে। জেলা শহর ও উপজেলায় অটোরিকশা, সিএনজি ও পিকআপ যোগে মাইকিং করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, এই খেলা নিয়ে এরইমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তাই (জেলা পুলিশ থেকে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থার নেয়া হচ্ছে। খেলা যেন খোলা জায়গায় বড় স্ক্রিনে, কোনো ক্লাবে বা চায়ের দোকানে দেখার আয়োজন না করা হয়, তা আমরা মাইকিং করে জানিয়ে দিচ্ছি। ফাইনাল খেলার দিন ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশের বিশেষ টিম। এছাড়া জেলার ১১৬টি বিটে চারজন করে কাজ করবে। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করব। খেলা শেষ হওয়ার পর কোনো অবস্থাতেই বিজয় মিছিল করা যাবে না। Related posts:৯ কোটি টাকায় মৃতকে জীবিত করলেন ময়মমনসিংহের ভালুকা উপজেলা সাব-রেজিস্ট্রাররাজধানীর শাহজাহানপুরে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে জাহিদুল ইসলাম টিপু নিহতকাল রাশেদ খান মেনন এম পি ব্রাহ্মণবাড়িয়া আসছেন যুব মৈত্রীর ষষ্ঠ সম্মেলন Post Views: ৩২২ SHARES আইন-আদালত বিষয়: