মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাফিউদ্দিন আহমদ প্রয়ান দিবস

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২১

সাফিউদ্দিন আহমদ, বাঙালি জাতির এক সুসন্তান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, আশুগঞ্জ থানা আওয়ামী লীগের আজীবন সভাপতি। পাকিস্তান আমল থেকেই ঢাকার ধানমণ্ডির বাসিন্দা ৯ জুলাই তাঁর প্রয়াণ দিবসে তাঁরই সহোদর বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া চাচার অনুরোধে তাঁকে নিয়ে অধ্যক্ষ শেখ আবু হামেদএঁর স্মৃতির কিছু অংশ (আমার অনুলিখনে ২০০১ সালে প্রকাশিত) তুলে ধরলাম-‘১৯৫৬ সনে সোহাগপুর গ্রামে আওয়ামী লীগের আদর্শ প্রচার করতে গিয়ে সে গ্রামের কৃতী সন্তান মরহুম সাফিউদ্দিন আহমদ সাহেবের সঙ্গে সম্পর্কের কথা আজও মনে পড়ে। তাঁর সঙ্গে আমি অবশ্য কৈশোরকাল থেকেই পরিচিত ছিলাম। পরিচয়ের প্রধান সূত্র ছিল আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক বাবু হেমেন্দ্র চন্দ্র রায় (পরবর্তীকালে সরাইল অন্নদার প্রধান শিক্ষক)। আমার পিতার খালাতো ভাই বাহাদুরপুর গ্রামের অলি মিয়া সাহেব আমাকে সোহাগপুরে সাফিউদ্দিন আহমদ সাহেবের বাড়িতে যাওয়ার নির্দেশ করেছিলেন। আমি গিয়েছিলাম। তাঁকে পেয়েছিলাম চিন্তা-ভাবনা, ধ্যান-ধারণা সব দিক দিয়ে একজন খাঁটি আওয়ামী লীগার। আমি তাঁকে শ্রদ্ধা করতাম। ওই সময় একরাত তাঁর বাড়িতে ছিলাম। সঙ্গে ছিল তৎকালীন আওয়ামী লীগের সংগঠক আমার ভাগিনা শাহবাজপুর ধীতপুরার সিরাজুল ইসলাম খাঁ। আর গিয়েছিলাম সোহাগপুরের অন্যতম কৃতী সন্তান মমতাজউদ্দিন বিএসসি সাহেবের আশুগঞ্জের গদিতে ও আড়াইসিধা গ্রামের ইসমাইল মিয়ার গদিতে। এখানে বসতেন সাফিউদ্দিন আহমদ সাহেব। তিনি দু’বারই পানিশ্বর (পশ্চিম) ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিলেন। একবার হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এই গদিতে পরবর্তীকালে তাঁর সঙ্গে অামার অনেকবারই দেখা হয়েছে। তিনি আমাকে খুব বড় নজরে দেখতেন। একটি স্মৃতি খুবই সুন্দর। আমি যাওয়া মাত্রই তিনি আমেত্তির অর্ডার দিলেন। ঠিক ওই মূহুর্তে ঢুকলেন সোহাগপুর গ্রামের শিকদার উপাধিধারী এক ব্যক্তি। তিনি ছিলেন আমার দূরসম্পর্কের বেয়াই। সাফি সাহেব হেসে আমাকে বললেন, ‘এই ইতিহাসের এমএ, ইতিহাসবিদ। সোহাগপুরে আমরা প্রাচীন না শিকদাররা প্রাচীন’? আমি জবাব দিলাম, শিকদাররা হলেন মোগল আমলের শিকদার উপাধিধারী মেঘনাপাড়ের প্রশাসনের লোক। আর আপনি হলেন চতুর্দশ শতাব্দীর সোনারগাঁও সরাইলের সন্তান বাংলার ইতিহাসের প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ আর তাঁর সমসাময়িক সিলেট বিজয়ী আউলিয়া শেখ জালালুদ্দিন ইয়েমেনী মতান্তরে কুনিয়াভী (রাঃ) এবং মরক্কোর পর্যটক শেখ আবদুল্লাহ মুহাম্মদ ইবনে বতুতার সমসাময়িক মেঘনাপাড়ের লোকদের বংশের সন্তান। খুশি হয়ে তিনি আরও আমিত্তির অর্ডার দিলেন।… সুএ শেখ মজলিস ফুয়াদ এর ফেইচ বুক থেকে