ঢাকা, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

বিজয়নগরে ১৯০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিজয়নগর

নিউজ

প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

শামসুল ইসলাম লিটন: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৯০০পিস ইয়াবাসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোঃ মাসুদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় বিজয়নগর থানাধীন ১০নং পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারের মোঃ নাজমুল হাসানের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বামুটিয়া গ্রামের আব্দুল ছোবহানের ছেলে ইমরান মিয়া(৩৪) ও চানপুর গ্রামের আব্দুল জাহেরের ছেলে মোঃ আব্দুল হক(৩৪)। এ সময় তাদের কাছ থেকে ১৯০০ পিস ইয়াবা ট্যাবেলেট ও মাদক বিক্রয়ে ব্যবহৃত ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় ১ টি মোটরসাইকেল জব্দ করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়াধীন চলছে।

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • এই বিভাগের সর্বশেষ