ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ আঁতশবাঁজিসহ যুবক গ্রেপ্তার বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৩ এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু) ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনের নোয়াখালী হতে ঢাকা গামী “নোয়াখালী এক্সপ্রেস” নামক ট্রেনের মালবাহী বগির ভিতর চোরাচালানকৃত ১৪ লক্ষ ৭০ হাজার পিস নিষিদ্ধ আতশবাঁজি উদ্ধার করে র্যাব-৯ এর সদস্যরা। র্যাব-৯ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গত শুক্রবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিওিতে লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং এএসপি গোলাম মোহাম্মদ নেতৃত্বে অভিযানিক দল “নোয়াখালী এক্সপ্রেস” ট্রেনের মালবাহী বগির ভিতর হতে চোরাচালানকৃত নিষিদ্ধ আতশবাঁজি উদ্ধার করে। এসময় চোরা কারবারী মোঃ আব্দুর নূর (২৭) আটক করে। সে জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ এলাকার আবু কালাম মিয়ার ছেলে। ১৪ লক্ষ ৭০ হাজার পিস আতশবাঁজি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২৬ লক্ষ ২৫ পচিঁশ হাজার টাকা। উদ্ধারকৃত আমদানী নিষিদ্ধ আতশবাঁজিসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। Related posts:ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধনবিজয়নগর সরকারি চাল বহণ করে বিপাকে অটোচালক, ফেসবুকে আহাজারিব্রাহ্মণবাড়িয়াজেলার ঐতিহ্য সরাইলের হাঁসলী মোরগ Post Views: ৪৯ SHARES Uncategorized বিষয়: ব্রাহ্মণবাড়িয়া