বিজয়নগরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৩


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা পরিসদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসন,বিজয়নগর থানা,প্রেসক্লাব,মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।

পরে উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।

বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান খান শাওন,ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সাবিত্রী রানি, ওসি মোঃ রাজু আহমেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, বীর মুক্তিযোদ্ধা মোঃ দবীর উদ্দিন ভুইয়া ,প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন প্রমুখ।