সাংবাদিক বরের বাড়িতে বিয়ে করতে এলেন কনে বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২২ ঝিনাইদহে ব্যতিক্রমী এক বিয়ে হয়ে গেল। সাংবাদিক বরের বাড়িতে ৪০/৫০ জন কনেযাত্রী নিয়ে হাজির হলেন কনে সংস্কৃতিকর্মী ইতি সেলিনা। বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর গ্রামে সম্পন্ন হয়েছে এ বিয়ে। কনের বাড়ি শৈলকুপা উপজেলা পরিষদের কলোনিতে। কনে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিবহন ড্রাইভার আব্দুল কাদেরের মেয়ে। আর, বর দীপ্ত টিভির কৃষি বিভাগের সাংবাদিক এমএ মালেক শান্ত লস্কর। তিনি মনোহরপুর গ্রামের সামছুদ্দিন লস্করের ছেলে। কনেযাত্রী হয়ে এসেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা লিজা, এসিল্যান্ড বনি আমিন, কনের বাবা আব্দুল কাদেরসহ ৪০ থেকে ৫০ জন। কনে ইতি সেলিনা জানান, পুরুষশাসিত সমাজ থেকে মেয়েরা যাতে বেরিয়ে আসতে পারে সেজন্য তিনি কনের বাড়িতে নয়, বরের বাড়িতে কনেযাত্রী নিয়ে বিয়ে করতে এসেছেন। বর এমএ মালেক শান্ত লস্কর বলেন, প্রচলিত নিয়ম ভেঙে কনে এসেছেন আমাদের বাড়িতে বিয়ে করতে। দুই পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। ৫ লাখ টাকার দেনমোহরে এ বিয়ে সম্পন্ন করা হয়। Related posts:বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিজয়নগরে বিদ্যা নিকেতনের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টিতবিজয়নগরে জাতীয় ভোটার দিবস পালিত Post Views: ১০২ SHARES আইন-আদালত বিষয়: