বিজয়নগরে অভিযানের২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২২

মানব সেবা শ্রেষ্ঠ সেবা সব ধর্মেতে পাই, মিলে মিশে সে কাজ করতে অভিযানে যাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নানান আয়োজনে  গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকার অনুমোদিত অভিযান এর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২২ পালিত হয়েছে।   ১১ ও ১২ জুলাই উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা,আলোচনা সভা, সম্মননা প্রদানসহ সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়েছে।  সংস্থা সূত্রে জানা যায়, ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ১০ জুলাই পবিত্র ঈদুল আযহা হওয়ায় ১১ ও ১২ জুলাই অনুষ্ঠান সূচী নির্ধারণ করা হয়েছে।  ১১ জুলাই বাদ জোহর অভিযান সেন্টারে উক্ত সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক সারুয়ার হাজারীর সভাপতিত্বে ও সংস্থা কর্তৃক পরিচালিত  সময়কাল নিউজ ডট কম এর ভারপ্রাপ্ত সম্পাদক মিজানুর রহমান খানের সঞ্চালনায়  এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভিযানের উপদেষ্টা চেয়ারম্যান, খাজায়ে বাঙ্গাল, জাতীয় মিলাদ কমিটির চেয়ারম্যান আল্লামা শাহসূফি সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ। অপরদিকে  ১২ জুলাই  রাত ৯ টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা সংলগ্ন মুক্তিযুদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতেনের মাঠ প্রাঙ্গণে  এক  আলোচনা সভা, কেক কাটা, সম্মাননা প্রদান সহ সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়।  সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক সারুয়ার হাজারীর সভাপতিত্বে ও সংস্থা কর্তৃক পরিচালিত  সময়কাল নিউজ ডট কম এর ভারপ্রাপ্ত সম্পাদক মিজানুর রহমান খান ও অভিযানের জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান ইপ্তির যৌথ সঞ্চালনায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, ইছাপুরা ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক বকুল,  বাংলাদেশ আওয়ামীলীগ ইছাপুরা ইউনিয়ন  শাখার সভাপতি মোঃ ইছহাক সরকার ও অভিযানের উপদেষ্টা  সদস্য ও রূপা দরবার শরীফের মুতাওয়াল্লী কবি ম ফ স তাবরীজ সরকার প্রমূখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, মোঃ শাহজাহান সরকার,  স্বাগত বক্তব্য ও প্রজেক্টরের মাধ্যমে সংস্থার লক্ষ্য উদ্দেশ্য ও সংস্থ্যা কর্তৃক পরিচালিত অভিযান শিক্ষা কর্মসূচী, অভিযান স্বাস্থ্য, পুষ্ঠি ও জনসংসংখ্যা কর্মসূচী, জনসচেতনতামূলক কর্মসূচী তথা ধূমপান ও মাদক বিরোধী কার্যক্রম, ইভটিজিং বাল্য বিবাহ ও নারী নির্যাতন রোধ, সুদ-ঘোষ, অন্যায়-অপরাদ ও দূর্নীতি রোধে জনসচেতনতা সৃষ্টি, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, শিশু শ্রম ও মানব পাচার রোধে জনসচেতনতা সৃষ্টি, প্রতিবন্ধি উন্নয়ন ও বৃদ্ধাশ্রম রোধ, বিনামূল্যে আইন সহায়তা কর্মসূচী  এবং নকল,ভেজাল  ও ফরমালিনের বিরোদ্ধে জনসচেতনতা সৃষ্টি ইত্যাদি  বিষয়  উপস্থাপন করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ। । প্রধান অতিথি তার বক্তব্যে অভিযানের কার্যক্রমের ভূয়ী প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে সরকারের পক্ষ থেকে সার্বিক  সহযোগিতার আশ্বাস প্রদান করেন । পাশাপাশি অভিযানের আরো সাফল্য কামনা করেন। এ সময়,  উপজেলা ছাত্রলীগের  ভারপ্রাপ্ত  সভাপতি এমদাদ সাগর, জেলা ছাত্রলীগের সহ সভাপতি কাজী আশিকুর রহমান,  ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রাষ্টু মিয়া, স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ আনিছ মিয়া, সংস্থা কর্তৃক পরিচালিত যায়যায়বেলার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক মাঈন উদ্দিন চিশতী,  অভিযানের অফিস ইনচার্জ পুতুল আফরিন, কর্মসূচী সংগঠকি ইতি সরকার সহ সদস্যবৃন্দ, এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ এবং  সংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতি অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের বিভিন্ন স্থানের  স্বনামধন্য গায়ক ও গায়িকারা  বাউল ও ফোঁক গান পরিবেশন করেন। প্রচন্ড বৃষ্টি উপক্ষো করে দর্শকরা মধ্যরাত পর্যন্ত ধর্যসহকারে অনুষ্ঠানটি উপভোগ করেন এবং তা বিভিন্ন স্যোসাল মিডিয়ায়  প্রচারিত হয়।

উল্লেখ্য : ১১ জুলাই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক ফ্রন্ট ইয়ার নিউজের সম্পাদক আব্দুর রহমান খান ওমর, অভিযান সদস্য আব্দুল হামিদ, মহিউদ্দিন রুবেল, দুলাল আহমেদ, সেলিম রেজা ভূইয়া এবং মোঃ জিল্লুর রহমান প্রমূখ।

সংস্থাটি ১০-০৭-২০০২ ইং সালে উপজেলার ডালপা গ্রামে স্থাপিত হয়ে প্রথমে সমাজসেবা, পরে যুব উন্নয়ন, ও সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধিত হয়।  প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি সমাজের গরীব দুঃখী অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।