উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সপরিবারে করোনায় আক্রান্ত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২ ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তার স্ত্রী প্রফেসর ফাহিমা খাতুন ও একমাত্র মেয়ে অন্বেষা করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এমপি নিজে এ তথ্য নিশ্চিত করেছেন। উবায়দুল মোকতাদির চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম বলেন, এমপি মহোদয় বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামের বাড়িতে অবস্থান করছেন। সোমবার তিনি ও তার স্ত্রী-সন্তানও নমুনা দেন। পরে তাদের রিপোর্ট করোনা পজিটিভ আসে। উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, শারীরিক তেমন কোনও অসুবিধা নেই। পরিবারের অন্যদেরও খুব একটা সমস্যা নেই। আমি বাড়িতে আইসোলেশনে আছি। এখানে থেকেই আমি ও পরিবারের সদস্যরা চিকিৎসা নেবো। আমাদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই। Related posts:ঐতিহ্যের ধারক কুমিল্লার খদ্দর১৭ই মার্চ জাতীর জনকের জন্মদিনপ্রেসক্লাব বিজয়নগর এরইফতার মাহফিল ও আলোচনা সভা অনুস্টিত Post Views: ২৬৯ SHARES Uncategorized বিষয়: