রাজবাড়ীর বাণিবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কেগুলি করে হত্যা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২১ বিজয়নগর নিউজ।। রাজবাড়ীর বাণিবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল লতিফ মিয়া (৫৭)কে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। লতিফ একই ইউনিয়নের মহিষবাতান গ্রামের মৃত আসির উদ্দিনের ছেলে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন আব্দুল লতিফ। বাড়ির কাছাকাছি পৌছতেই দূর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তার গতিরোধ করে এবং বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ৪টি গুলি বর্ষণ করে। ওই সময়ই স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে তাকে রাজধানী ঢাকা নিয়ে যাওয়ার চেষ্টাকালে মানিকগঞ্জ এলাকায় মারা যায়। শুক্রবার সকালে মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল, পরে মর্গে পাঠানো হয়। সেখান থেকে তার নিজ বাড়িতে নিয়ে যায় লাশ। এ হত্যাকাণ্ডে ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শত শত মানুষ তাকে দেখতে বাড়িতে ভির করছে। আব্দুল লতিফের স্ত্রী শেফালী আক্তার বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পূর্ব পরিকল্পিতভাবে চিহ্নিত দূর্বৃত্তরা তার স্বামীকে হত্যা করেছে। তিনি এ হত্যার সুষ্ঠু বিচার এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাসির দাবি করেন। রাজবাড়ীরর অতিরিক্ত পুলশ সুপার মোঃ সালাউদ্দিন বলেন, আব্দুল লতিফ সাঊেশ চেয়ারম্যান ও বর্তমান বানিবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপ্রতি। তাকে গত রাতে দূবৃত্তরা গুলি করে হত্যা করেছে। এ হত্যা কান্ডের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে তাদে গ্রেপ্তারের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। নিহতের বাড়ীর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।এ হত্যাকান্ডে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। Related posts:অবশেষে আবুল ফায়েজ কারাগারেব্রাক্ষনবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষকদের মানববন্ধনপ্রয়াত সাংবাদিক কাজী শরীফ উদ্দিনের স্বরণে আলোচনা সভা Post Views: ১৩০ SHARES আইন-আদালত বিষয়: