পেয়ারপুর সেতুর রাস্তার ঢালে ভয়াবহ ভাঙ্গন কতৃপক্ষের সুদৃষ্ট কামনা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২১ বাকেরগঞ্জ উপজেলার সাথে পূর্ব অঞ্চলিও জনবসতি পূর্ণ এলাকায় যাতায়েতের সহজ যোগাযোগের মাধ্যম হেলেঞ্চা তুলাতলি ব্রিজ থেকে গারুড়িয়া, কবাই, দুধল,দাড়িয়াল, নলুয়া, ফরিদপুর ও দূর্গাপাশা ইউনিয়নের মানুষের একমাত্র ভরসা এ রাস্তার গারুড়িয়া ও কবাই ইউনিয়নের সংযোগ স্থল পেয়ারপুর সেতুটি অত্যান্ত গুরুত্বপূর্ণ সেতু। এই সেতুটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যান্ত্রিক যানবাহন চলাচল করে। কিন্তু বহুদিন ধরে সেতুটির পশ্চিম সাইডের ঢাল ভেঙ্গে বিশাল একটা খাদের সৃষ্টি হয়েছে। এখান থেকে সহজ ও জনপদ বিভাগের দায়িত্বে থাকা অনেক কর্মকর্তা সহ উপজেলার সকল স্তরের জন প্রতিনিধি ও প্রশাসনের লোকজন যাতায়াত করে। কিন্তু অজানা কারণে কতৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে দিন দিন ভাঙ্গা স্থানটি আরো বড় হয়ে গভীর খাদের সৃষ্টি হয়েছে। কতৃপক্ষের অবহেলায় যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। স্থানীয় সচেতন মহল দ্রুত সংস্কারের দাবিতে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন। Related posts:মোকতাদির চৌধুরী এমপি র ঈদুল আজহার শুভেচ্ছাআওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজমফস্বলে সাংবাদিকদের খাটো করে দেখার কোন সুযোগ নেই…… আহসানুল হক আসিফ Post Views: ২৭৪ SHARES অর্থনৈতিক বিষয়: