পিস হিসেবে কিনে কেজির ধরে তরমুজ বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১ তরমুজের দামে কারসাজির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী জেলা শহরের বিভিন্ন ফলের পাইকারি আড়ৎ ও খুচরা দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ূন রশিদ। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ূন রশিদ জানান, সকাল থেকে এই অভিযান পরিচালনা করা হয়। প্রথমে শহরের আনন্দ বাজার, কোর্ট রোড, খালপা সহ বিভিন্ন এলাকায় পাইকারি আড়ৎ গুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতকে আড়তের ব্যবসায়ীরা জানান, তারা পিস হিসেবে তরমুজ বিক্রয় করেন। ভ্রাম্যমাণ আদালতে তাদের কাজপত্রও দেখান। সেখান থেকে শহরের বিভিন্ন স্থানে অভিযানে খুচরা দোকানে কেজির দরে তরমুজ বিক্রয় করতে দেখা গেছে। ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে অনেক ব্যবসায়ী তাদের ওজন মাপার মেশিন গুটিয়ে ফেলেন। এসময় ক্রয় মুল্য থেকে অধিক মূল্যে কেজি হিসেবে তরমুজ বিক্রয় করায় দুইজন ব্যবসায়ীকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।তিনি আরও বলেন, জমি থেকে কৃষকরা প্রতি পিস হিসেবে পাইকারের কাছে বিক্রয় করেন, পাইকাররাও পিস হিসেবে তরমুজ খুচরা বিক্রেতাদের কাছে বিক্রয় করেন। কিন্তু অসাধু খুচরা বিক্রেতারা কেজির দরে তরমুজ বিক্রি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন। প্রথম দিন আমরা ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছি, পরবর্তীতে কেউ তরমুজ বিক্রয়ে অসাধু উপায় অবলম্বন করলে অভিযানে কঠোর অবিস্থানে থাকবে ভ্রাম্যমাণ আদালত। Related posts:বাংলা ও বাঙালীর স্বজন ধীরেন্দ্রনাথ দত্তশেখ কামাল আমার বন্ধু র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এম পিএকজন বীর মুক্তিযুদ্ধার আত্বকথা Post Views: ২৬২ SHARES আইন-আদালত বিষয়: