বীর মুক্তিযোদ্ধার ঘর ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার মৃনাল চৌধুরী লিটনের নিন্দাও প্রতিবাদ

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

বিজয়নগর নিউজ । হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ব্রাহ্মণবাড়িয়া সভাপতির বীর মুক্তিযোদ্ধা
দীলিপ কুমার নাগের , দুটি টিনের ঘর ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন সাপ্তাহিক তিতাস বানী পএিকার সম্পাদক ও ব্রাহ্মনবাড়ীয়া সদর উপজেলা ছাএলীগের সাবেক সভাপতি মৃনাল চৌধুরী লিটন নিন্দা জানিয়ে তিনি বলেন দীলিপ নাগের পরিবার মুক্তিযুদ্ব সহ ব্রিটিস বিরোধী আন্দোলনে৷ তার পিতা রবী নাগ গুরত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন রবী নাগই প্রথম যিনি বাংলাদেশের জন্য এিপুরার কংগ্রেস সরকারের সাথে যোগাযোগ স্হাপন করেছিলেন এবং তার পুএ দীলিপ নাগকে নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন বিবৃতিতে তিনি আরো বলেন শাহবাজপুর রাজাকার নান্না মিয়ার ছেলে ইকরামুল আমিন বাবুসহ একজন মুক্তিযোদ্ধার ঘর গুঁড়িয়ে দেওয়া বিজয়ের মাসে তা দুংখজনক তিনি অবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবী