মাতৃভাষার প্রথম দাবিদার ধীরেনন্দ্রনাথ দত্তের১৩৫তম জন্মদিন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০ বিজয়নগর উপজেলার মির্জাপুরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও ভূপেষ চৌধুরী গণগ্রন্থাগারে উদ্যোগে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পাঠাগারের সভাপতি মৃনাল চৌধুরী লিটন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা বলেন যে শহীদ শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত বিশ্বাস করতেন জননী জন্মভূমিশ্চ স্বর্গ অপি গরীয়সী জননী জন্মভূমি স্বর্গের চেয়েও পবিত্র আর তা বিশ্বাস করতেন বলেই ৪৭এর দেশ ভাগের পর তিনি দেশত্যাগ করেননি ৪৮ সালে বাংলাভাষাকে রাস্ট্র ভাষা মর্যাদার দাবীতে সংসদে দাবী উত্থাপন করেছিলেন৷ Related posts:বিজয়নগরে বৈদেশিক দক্ষতা ও সচেতনতা বিষয়ক কর্মশালার উদ্বোধনজঙ্গিবাদের আদিরূপ ও বর্তমান অবস্থাবিজয়নগরে সাবেক ইউ পি সদশ্যকে অতর্কিত হামলা Post Views: ৪৩২ SHARES Uncategorized বিষয়: বিজয়নগর