ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

মুখলেছুর রহমান অভি, বিশেষ প্রতিনিধ:- ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে ‘পরিবেশ সম্মত ইটভাটা: বিজ্ঞান ও প্রযুক্তির ব‍্যবহার’ শীর্ষক প্রতিপাদ্য ভিত্তিক ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান,পৌর সভার মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। অনুষ্টানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। অনুষ্ঠান শেষে প্রকল্প ও বিজ্ঞান অলিম্পয়াডের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এসময় প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।