ব্যতিক্রমী উদ্যোগ বিজয়নগরের ইউএনও আরাফাতের

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

মুখলেছুর রহমান অভি, বিশেষ প্রতিনিধি:- শীতকালে করোনার দ্বিতীয় ধাক্কার আশংখা করছেন দেশের বিশিষ্টজনেরা।আর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষকে সচেতন করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম. ইয়াসির আরাফাত। তিনি শীতকালে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে উপজেলার সাধারণ মানুষ কে সচেতন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জনসচেতনতা মূলক কার্যক্রম গ্রহণ করেছেন।”মাস্ক পরিধান করুন,সেবা নিন”। “মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ”। “সঠিক নিয়মে মাস্ক পড়ুন সুস্থ্য থাকুন”।এরকম জনসচেতনতা মূলক বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেছে বিজয়নগর উপজেলা প্রশাসন। বিজয়নগর উপজেলার জন- সাধারণ বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. ইয়াসির আরাফাতের এ ধরনের জনসচেতনতা মূলক কার্যকক্রমের ভূয়সী প্রশংসা করছেন।করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কা সামাল দিতে জন-সাধারণকে সচেতন করতে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সকলের।