সাবেক ছাএনেতা মৃনাল চৌধুরী লিটনের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

বিজয়নগর নিউজ । সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিজয়নগর চলছে ব্যাপক আয়োজন। আর এই আয়োজন উপভোগ করতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিজয়নগর উপজেলা আওয়ামীযুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাএনেতা মৃনাল চৌধুরী লিটন মনোরম দুর্গা প্রতিমা স্থাপন, বিশালাকৃতির পুজামন্ডপ তৈরি ও প্রতিদিন ব্যাপক আয়োজনে সন্ধ্যারতি প্রতিদিনই অসংখ্য ভক্ত ভীড় জমাচ্ছে পুজামন্ডপে মন্ডপে। দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে শনিবার সকাল থেকে চলছে পুজা অর্চনা ও অঞ্জলি প্রদান ও ধর্মীয় প্রার্থনা এবং পুতিপাঠ। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পেরে খুশি সকলে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আসনের মাননীয় সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি পহ্ম্য থেকে সবাইকে শুভেচ্ছা জানান এ সময় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রতিদিন করোনার মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। প্রতিদিন সন্ধ্যায় আরতির পর পূঁজা মন্ডপগুলো বন্ধ থাকবে। এ বিষয়ে দয় বলেন, সামাজিক দুরত্ব বজায় রেখে কোনরুপ বাঁধা বিপত্তি ছাড়াই শারদী দুর্গোৎসব পালন হচ্ছে । মৃনাল চৌধুরী লিটন বলেন, পূঁজা মন্ডপ গুলোতে মাস্ক ব্যবহার, শোভাযাত্রা না করা, সাবান দিয়ে হাত ধোয়া ও স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত,এবারে বিজয়নগর উপজেলা য় মিলে ৫২টি পুজামন্ডপে শারদীয় দুর্গাউৎসব উদযাপন হচ্ছে এবং আজ মহানবমী ও মঙ্গলবার দশমী পালনের মধ্য দিয়ে সনাতনী সমাজের এই বৃহত্তম শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে।