…… এক মাত্র সম্বল অটো রিকসা চুরি! সালিশের রায়ে দিশেহারা সুমন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০ এক মাত্র সম্বল অটো রিকসা চুরি!সালিশের রায়ে দিশেহারা সুমন নিজস্ব প্রতিবেদক:- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষ পুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামের সুমন মিয়ার এক মাত্র সম্বল অটোরিকসা গ্যারেজ থেকে চুরি হয়েছে। আর ঘটনার মিমাংসায় গ্রাম্য সালিশের রায়ে এখন দিশেহারা সুমন। এ ঘটনায় সুমন মিয়া বিজয়নগর থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়,৯৫ হাজার টাকা মূল্যের একটি অটো রিকসা খরিদ করেন সুমন মিয়া মোহন চৌধুরী কাছ থেকে। এসময় সুমন মিয়া ২০ হাজার টাকা নগদ দেন। বাকি ৭৫ হাজার টাকা পরবর্তীতে দিবেন এই মর্মে অটো রিকসা নেন সুমন।গত ০৬.০৮. ২০২০ ইং তারিখে মোহন চৌধুরীর গ্যারেজ থেকে সুমনের অটো রিকসা চুরি হয়ে যায়। এ ঘটনায় সুমন মিয়া অটো রিকসা চোরকে ধরে মোহন চৌধুরীর কাছে নিয়ে যান।মোহন চৌধুরী অটো রিকসা চোর কে মাহফুজ মেম্বারের হাতে তুলে দেন।এবং বিচারের আশ্বাস দেন।কিন্তু মাহফুজ মেম্বার বিচারের কোনো উদ্যোগ গ্রহণ করেন নি।বাধ্য হয়ে সুমন মিয়া সুষ্ঠু বিচারের আশায় বিজয়নগর থানায় অভিযোগ করেন। সুমন মিয়া বলেন, আমার এক মাত্র সম্বল অটো রিকসা চুরি হয়ে যাওয়ায় আমি খুব কষ্টে আছি।অটো রিকসার ৭৫ হাজার টাকা দেওয়ার জন্য গ্রাম্য সালিশে রায় করা হয়।এক দিকে আমার অটো রিকসা চুরি হয়েছে।অন্য দিকে গ্রাম্য সালিশে আমাকে মোহন চৌধুরীর পাওনা ৭৫ হাজার টাকা দেওয়ার জন্য রায় করা হয়।আমি এখন এ রায়ে দিশেহারা। কারন আমি অটো রিকসা চোর কে ধরে তাদের কাছে নিয়ে গেলেও তারা কোনো বিচারের উদ্যোগ নিচ্ছে না।আমার অটো রিকসা চোরের স্বীকারক্তি কথার রেকর্ড রয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। Related posts:ব্রাহ্মণবাড়িয়ায় কওমী মাদ্রাসার সংবাদ বর্জনের সিদ্ধান্ত ॥ সাংবাদিকদের নিরাপত্তা বিধানের দাবিনিজের সব সম্পদ দান করার ঘোষণা দিলেন তোফায়েল আহমেদকুমিল্লার মহেশাঙ্গন ও রামমালা পাঠাগার Post Views: ৬০৪ SHARES Uncategorized বিষয়: