বিজয়নগর উপজেলায় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে আজ বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে শোক পালন উপলক্ষে আজ বিজয়নগর উপজেলার সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। প্রণব মুখার্জির আত্মার শান্তি কামনায় সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এদিকে বিজয়নগর পূজা উদযাপন পরিষদ এর উদ্যোগে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত অনুযায়ী আজ বিকাল 3 ঘটিকায় বিজয়নগর উপজেলা মির্জাপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ আশ্রম ভাঙ্গনে প্রার্থনা সভার আয়োজন করা হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মতিলাল সরকার এর সভাপতিত্বে হয় উক্ত সভায় প্রণব মুখার্জি প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি সাবেক ছাত্রনেতা মৃণাল চৌধুরী লিটন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অশোক ভৌমিক রঞ্জিত মালাকার মোহনলাল চৌধুরী রবীন্দ্র ঋষি প্রমুখ উক্ত অনুষ্ঠানে পরিচালনা করেন বিজয়নগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরী , বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মস্তিষ্কের অস্ত্রোপচারের পর ৩ সপ্তাহের বেশি সময় ধরে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সোমবার (৩১ আগস্ট) বিকালের মারা যান।