বিজয়নগরে বেসরকারি শিক্ষকদের প্রনোদনার টাকা দুর্নীতি করে নিলেন সরকারী কর্মচারী বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০ করুনায় সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ও জনজীবন স্থবির হয়ে পড়েছে। এজন্য জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের প্রণোদনা প্রদান করেছেন। এরই অংশ হিসেবে গত ১/০৭/২০২০ তারিখ আর্থিক পুরনোদনার চেক বিতরণ হয়েছে বিজয়নগর উপজেলায়। কিন্তু সেই চেক বিতরণে চরম অবহেলা লক্ষ্য করা যায়। সেই অবহেলার কারণে সরকারি চাকরিজীবী বেসরকারি কিন্ডারগার্টেন সমূহের মালিকদের আত্মীয়-স্বজন শিক্ষক হিসেবে নাম নিবন্ধন করে প্রণোদনা টাকা গ্রহণ করেছেন। এ নিয়ে বিজয়নগর উপজেলায় বেসরকারি শিক্ষকদের মাঝে ক্ষুব বিরাজ করছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় গত পহেলা জুলাই বিজয়নগর উপজেলার হলরুমে উপজেলা চেয়ারম্যান নাসির নাসিমা মুকাইলির উপস্থিতিতে বেসরকারি শিক্ষকদের মাঝে চেক বিতরণ করা হয় বিতরণ কালে বিজয়নগর উপজেলা চম্পকনগর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মারুফ চৌধুরি মারুফ, চম্পকনগরের ইকরা কিন্ডার গার্ডেন এর শিক্ষক হিসেবে নাম তালিকাভুক্ত করে টাকা উত্তোলন করেন। এ নিয়ে হলরুমে শিক্ষকদের মাঝে কানাঘুষা সৃষ্টি হয। এ বিষয়ে ইকরা কিন্ডার গার্ডেন এর প্রধান শিক্ষক মুসলেউদ্দিন নিকট জানতে চাইলে তিনি বলেন মারুফ চৌধুরি আমার মেয়ের জামাই, তার নাম আগে থেকেই তালিকায় ছিল। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার বলেন ঘটনা শুনেছি ঘটনার সত্যতা পেলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। Related posts:ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব: মামলায় সুনামগঞ্জের সাবেক এমপি শাহীনুর কারাগারেকসবায় দায়িত্ব পালনকালে পিকআপ চাপায় পুলিশের এসআই নিহতদেশদ্রোহীদের কথায় বিভ্রান্ত হবেন না: মোকতাদির চৌধুরী এম পি Post Views: ৬৩৫ SHARES আইন-আদালত বিষয়: