বিজয়নগরে আলিয়াজুড়ি (খালদ্ধ বিল) ব্রীজের নীচ সহ উন্মুক্তের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০

/বিজয়নগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাস্থ পত্তন, সিঙ্গারবিল, ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের ৭ কি:মি: বিস্তৃত এলাকাজুড়ে আলিয়াজুড়ি (খালদ্ধ বিল)। ব্রীজের নীচ সহ উন্মুক্ত উন্মুক্ত জলাশয়ের উপর বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণের প্রতিবাদে স্থানীয় জনণের উদ্দেগ এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনে েতীব্র প্রতিক্রিয়া…হাফেজ আশরাফুল ইসলাম সুমনের সঞ্চালনায় মানববন্ধনে অংশগ্রহণ করে এর বিরুদ্ধে বক্তৃতা করেন বিষ্ণুপুর গ্রামের বিশিষ্ট সালিশকারক গিয়াস উদ্দিন ভূঁইয়া, পূর্বাচল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক সরকার দানা মিয়া, জসিমউদ্দিন ভূঁইয়া, আলী হায়দার খান, ইকবাল সরকার, জহির মাষ্টার, সেলিম মাষ্টার, জিল্লু মাষ্টার, রাব্বি মাষ্টার, মাহবুব মাষ্টার, মসজিদের ইমাম হাফেজ অপু আকবর, মনির সরকার, সাচ্চু ডাক্তার, শরিফ খন্দকার, আফজাল ডাক্তার, সাহাদৎ ডাক্তার, জঙ্গু ভূঁইয়া, সফিক ভূঁইয়া, দেওয়ান ভূঁইয়া, সাকিব ভূঁইয়া, নাজমুল ভূঁইয়া, রকিব, মোবারক প্রমুখ।বক্তারা বলেন যে আইল্লাজুড়ি-হালদ বিল (স্থানীয় নাম) নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী মুখ খুলতে শুরু করেছে। জীব বৈচিত্র্যের ভারসাম্য বিনষ্ট, সরকারি বিধি লঙ্ঘন, সর্বোপরি জনসাধারণের অধিকার হরণ করে উন্মুক্ত জলাশয়ের উপর বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণের প্রতিবাদ করেন এবং নিন্মানকারীদের বিরোদ্বে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান