ঢাকা, ২৮শে মে, ২০২৩ ইং

জীবনের ঝুকি নিয়ে বিজয়নগরে এান সামগ্রী পৌছে দিচ্ছেন উপজেলা নির্বাহীকর্মকর্তা

বিজয়নগর

নিউজ

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর মানবিক সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হতদরিদ্র্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার এ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তিনি নিজেই খাদ্য সামগ্রী নিয়ে গ্রামে গিয়ে হতদরিদ্র ও প্রতিবন্ধী এবং দিনমজুর মানুষদেরকে খুঁজে বের করে নিজ হাতে তাদেরকে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, পেঁয়াজ, তেল, লবণ, ডাল, আলু, চিনি, আটা, চিড়া, মুড়ি, সাবান ও বিস্কুট। নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে নিজেরা গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করছি, যাতে করে প্রকৃত পক্ষে যারা পাওয়ার কথা রয়েছেন যেন তারা সঠিক ভাবে পান। উপজেলা প্রশাসন হতদরিদ্রদের খাদ্য যেন সুষম বন্টন হয় সে

  • এই বিভাগের সর্বশেষ