৩রা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ঘোষণা ও কর্মসূচী

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

৩ মার্চ। স্বাধীনতা সংগ্রামের পূর্ণাজ্ঞ রূপরেখা ১৯৭১ সালের এই দিনেই ঘোষিত হয়। বাঙালিদের স্বাধীনতার আন্দোলন উত্তালের দিন। এ দিন পাঠ করা হয় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার। প্রতি বছর ঘুরে আমাদের দ্বারপ্রান্তে ফিরে আসে একাত্তরের ঐতিহাসিক ৩রা মার্চ। এতে স্বাধীন বাংলাদেশের পতাকা, জাতীয় সংগীত, জাতির পিতা এবং জাতীয় শ্লোগান ঠিক করা হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় পার্লামেন্টরি পার্টিগুলোর নেতাদের সাথে গোলটেবিল বৈঠক আহ্বান করলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে প্রস্তাব প্রত্যাখান করেন। বিকেলে পল্টন ময়দানে ছাত্রলীগ ও শ্রমিক লীগ আয়োজিত জনসভায় বঙ্গবন্ধুর সামনে বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ। ইশতেহারে, তৎকালীন পূর্ব পাকিস্তানের সাত কোটি মানুষের জন্য স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাম বলা হয়, বাংলাদেশ।