ফের সিরাজগঞ্জে ট্রেন দূর্ঘটনা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯ বিজয়নগর নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দুই দিন পেরোতে না পেরোতেই আরও একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। বৃহস্পতিবার দুপুরে জেলার উল্লাপাড়া উপজেলায় ঢাকা থেকে রংপুরগামী আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেসের আটটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুন লাগার পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জানা গেছে, সকালে ঢাকা থেকে রংপুর যাচ্ছিল আন্তঃনগর রংপুর এক্সপ্রেস। দুপুর দুইটার দিকে উল্লাপাড়া রেলস্টেশনে ঢোকার মুখে ট্রেনটির আটটি বগি লাইনচ্যুত হয়। এরপর মুহূর্তের মধ্যেই ইঞ্জিনসহ ট্রেনটির চারটি বগিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের বেশি চেষ্টা চালিয়ে আগুন নেভায়। দুর্ঘটনায় কয়েক শ গজ রেললাইন উপড়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে ঢাকার সঙ্গে দক্ষিণ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটিতে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। গত মঙ্গলবার ভোররাত তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ এলাকায় তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হয়। আহত হয়েছেন অর্ধশতাধিক। Related posts:মফস্বল সাংবাদিকতা ও কিছু প্রতিবন্ধকতারোপা-আমন মওসুমের আগাম চারা বিক্রির হাটবিজয়নগরে নৌ পথে নৌ- দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা Post Views: ৬৩২ SHARES জাতীয় বিষয়: আন্ত নগরট্রেন দূর্ঘটনাসিরাজগঞ্জ