সরাইলের মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯ ব্রাহ্মণবাড়িয়া সরাইলের মাহমুদুল হাসান (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে সরাইল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানাযায় সরাইল সদর উপজেলার পাঠান পড়া এলাকায় অবস্থিত মারকাজুল হিফজ মাদানি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলো মাহমুদুল হাসান। সে সদর উপজেলার মালিহাতা এলাকার কালু মিয়ার ছেলে। জানাযায় বৃহস্পতিবার সকালে মাহমুদুলের মা এবং চাচা তাকে মাদ্রাসায় রেখে যায়। তখন মাদ্রাসার ছাত্রদের বিশ্রামের সময় ছিলো। মাহমুদুল হাসান ও এই সময় বিশ্রামে চলে যায়, পরে ১২টার দিকে সকল ছাত্ররা বিশ্রাম সেরে পড়তে বসে। কিন্তু মাহমুদুল কে পাওয়া যাচ্ছিল না, তখন মাদ্রাসার স্টোর কামরাটি ভিতর থেকে আটকানো দেখতে পায় শিক্ষক এবং শিক্ষার্থীরা। পরে বিষয়টি সরাইল থানা পুলিশকে জানালে, পুলিশ এসে দরজা খুলে মাহমুদুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কক্ষের দরজার খুলে ওই ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে । Related posts:মুক্তিযুদ্ধে বিজয়নগরপ্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীদের যার যার জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে র আ ম উবাইদু...বিজয় দিবসে নাশকতার ছক, ২০ শিবির কর্মী আটক Post Views: ৫৬৭ SHARES বিশেষ সংবাদ বিষয়: