বিজয়নগর উপজেলার সীমান্ত থেকে দুই নাইজেরিয়ান নাগরিককে আটক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯ অবৈধভাবে পাশ্ববর্তী দেশ ভারতে প্রবেশ করার সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্ত থেকে দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (২১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার নলগরিয়া এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন। আটকরা হলেন, ডানিয়েল চিকামছো চুকয়ু (২৭) ও চিগোজি জোসেফাত আপোতাজি (২৬)। বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গারবিল বিজিবির সীমান্ত ফাঁড়ির সদস্যরা দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করে। তারা বিজয়নগরের কাশিনগর গ্রামের মোছাম্মৎ জমিনার (৫৫) বাড়িতে এসে অবস্থান নেয়। পরে দুপুরে নলগরিয়া এলাকা থেকে বিজিবির টহল সদস্যরা তাদের আটক করে। এরমধ্য একজনের বাংলাদেশে অবস্থানের ভিসার মেয়াদ নেই, অপর জনের ভিসার মেয়াদ শেষ হবে ২০২০সালের জানুয়ারীতে। আটক দুইজনকে বিজয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে। Related posts:ব্রাহ্মণবাড়িয়ায় পানি পরীক্ষাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনআসহায় পরিবারকে সাহায্যর হাত বাড়িয়ে দিলেন বিজয়নগর উপজেলা প্রবাসী গ্রুপব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের নবম গঠিত কমিটি করে শুভেচ্ছা ও অভিনন্দন Post Views: ৬৯৭ SHARES আন্তর্জাতিক বিষয়: