শহীদ ধীরেন্দ্রনাথ দও ও ভূপেষচৌধুরী পাঠাগারের ব্যবস্থায় মানবিক সহায্য বিতরন করেন মৃনাল চৌধুরী লিটন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০ আজ বিজয়নগর উপজেলা চান্দুরা ইউ পি হোসেনপুরে আটটি পরিবারের মাঝে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে শহীদ ধীরেন্দ্র নাথ দও ও ভূপেষ চৌধুরী গন পাঠাগার থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিজয়নগর উপজেলা র বিভিন্ন স্থানে খেটে খাওয়া দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, আলু, হাত ধোয়ার জন্য সাবান, কালোজিরা বিতরন অব্যাহত পাঠাগারের উদ্যোগে এই সব কর্মহীন খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে তাদের খাবারের ব্যবস্থা করেন তিনি।পাঠাগারের তত্বাবধানে এই কার্যক্রম অব্যাহত রয়েছে। এসময় মৃনাল চৌধুরী লিটন বলেন দেশের সকল বৃত্তবানদের এই সব অসহায় মানুষের পাশে এসে দাড়ানো উচিৎ। । ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই সময় উপস্হিতছিলেন ভুপেষচৌধুরীর নাতনী স্মৃতি সরকার মনি Related posts:খালেদা জিয়ার মুক্তির দাবিতে কাফনের কাপড় পরে যুবদলের বিক্ষোভব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দূর্নীতি বিরােধী র্যালী ও মানববন্ধন অনুষ্টিতরাজনীতি ও শিস্টাচার Post Views: ১৯৫ SHARES জাতীয় বিষয়: