!আখাউরা চিরকুট লিখে স্কুলছাত্রের আত্মহত্যা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯ আমার মৃত্যুর জন্য দায়ি কেউ নন। আমি চায় আব্বু ও আম্মু মিলে মিশে থাকুক। কখনো ঝগড়া না করুক, ভাই বোনদের যেন না মারে। তাদের যেন আদর স্নেহ করুক। চিরকুটে এমন লেখা লেখে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ায় অপু মিয়া (১৫) মিয়া নামে এক কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা মোগড়া ইউনিয়ন ছয়ঘড়িয়া গ্রামের এই ঘটনা ঘটে। নিহত অপু মিয়া মোগড়া ইউনিয়নে ছয়ঘড়িয়া গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। সে ছয়ঘড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাএ। পুলিশ জানায় দুপুরে তার বসতঘরে দীর্ঘক্ষণ দরজা জানালা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হলে দরজা ধাক্কাধাক্কি করেও কোন সাড়া শব্দ না পেয়ে আখাউড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে অপুর ঝুলন্ত লাশ উদ্ধার করে। প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, বুধবার সকালে নিহত অপুর মায়ের সাথে প্রবাসে থাকা তার পিতা আনোয়ার মিয়া সাথে বাকবিতন্ডা হয়। এর জের ধরে অপুর মা তাকে মারধর করে। পরে সকালে তার মা তাকে ঘরে একা ফেলে পিত্রালয়ে চলে যায়। অপুর মা নিলুফা বেগম জানান, আমি আমার ছেলের জন্য নিজে দুপুরের খাবার রান্না করে ঘরে রেখে, আমার বাপের বাড়ি যাই। কিন্ত পরে শুনি, আমার ছেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কেন করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোন কারণ খোঁজে পাচ্ছি না যে, এই কারণে আমার ছেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে। এই ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রসুল আহম্মেদ নিজামী বলেন,আমরা চিরকুটটি জব্দ করেছি। ময়না তদন্তে জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানাে হয়েছে। থানায় মামলা হয়েছে। Related posts:দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৪১বাবার বাড়িতেই মাদকের আসর বসাতেন সাবেক যুব মহিলা লীগ নেত্রী, চলতো বেহায়াপনাপ্রেসক্লাব বিজয়নগর এরইফতার মাহফিল ও আলোচনা সভা অনুস্টিত Post Views: ৫৯১ SHARES বিশেষ সংবাদ বিষয়: