মাদকাসক্ত যুবকের দায়ের কুপে যুবক আহত

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৩

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক যুবককে কুপিয়ে আহত করেছে এক মাদকাসক্ত যুবক।

আজ রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবক ইমরানুল ইসলাম নিপু (৪০) ইসলামপুর গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় আনাস মিয়ার বাড়ির সামনে নিপুকে একা পেয়ে মাদকাসক্ত কাজী মাহমুদ শারুক ধারালোর দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করে। এতে নিপু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা নিপুকে উদ্ধার করে পার্শ্ববর্তী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রোগির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে । এসময় মাদকাসক্ত যুবকে কাজী মাহমুদ শারুককে আটক করে পুলিশের হাতে সোর্পদ করেন জনতা। স্থানীয়রা জানান, শারুক একজন মাদক কারবারি ও মাদকাসক্ত। কি নিয়ে এ ঘটনার তা এখনো অপষ্ট।

এবিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহম্মেদ বলেন, কি নিয়ে ঘটনা তা এখনো স্পষ্ট নয়, তবে কাজী মাহমুদ শারুক সে একজন মাদকাসক্ত। তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

তবে আহত নিপুর পরিবার জানিয়েছেন নিপুর অবস্থা আশংকাজনক তাই রোগিকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।