বিজয়নগরে বিপুল পরিমাণ মাদকসহ আপন দুই ভাই গ্রেফতার

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৩


বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমান মাদকসহ আপন দুই ভাইকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর সদস্যরা।

আজ বুধবার (২৬ জুলাই) রাত ২.১০ মিনেটে র্যাব -৯ সিলেট সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় ঢাকা – সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে মেসার্স হাজী রহমান ফিলিং স্টেশনের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২ হাজার ৫শ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ২শ দুই বোতল ফেন্সিডিল ও একটি পিকাআপসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার সরাইল উপজেলার শাহবাজপুর আমিন পাড়ার বাসিন্দা মৃত হিরণ মিয়ার ছেলে মো: কাকন মিয়া (৩৫), আল আমিন (৩০)।

বুধবার দুপুরে র্যাব-৯ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।

এব্যাপারে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।