বিজয়নগরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, মে ২২, ২০২৩

বিজয়নগর নিউজ।। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকিদাতা’ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদঁকে বিচারের দাবিতে বিজয়নগর উপজেলা আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’–রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের এমন বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনেথেকে কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে শহীদ মিনারে গিয়ে সমাবেশ হয় উক্ত সমাবেশে বক্তব্য রাখেনউপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এনামুল কবীর সুমন সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ জিয়াউদ্দিন প্রানোস মৃণাল চৌধুরী লিটন দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির ও আবুল বাহার ভূঁইয়া যুবলীগ নেতা রফিকুল ইসলাম মাস্টার রাসেল খান ইলিয়াস সরকার এস এম মাহবুব মোনায়েম খান স্বেচ্ছাসেবক লীগ নেতা সুনির্মল সাহা এমদাদ সাগর ছাত্রলীগ নেতা এনামুল হক প্রমূখ নেতারা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবেই শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি। তাদের রাজপথে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

নেতারা আরো বলেন, ষড়যন্ত্রের রাজনীতি থেকে বের হতে পারেনি বিএনপি। জনগণকে সঙ্গে নিয়ে দলটিকে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। সমাবেশ থেকে আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।