মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৬ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে পুলিশ। বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৬ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে পুলিশ। তারা এনা পরিবহনের একটি বাসে চট্টগ্রাম থেকে মৌলভীবাজারে এসেছিলেন। রোববার সকালে শ্রীমঙ্গলের চৌহমুনা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা হলেন- ওয়াজ মিয়া, হাফিজুর রহমান, সৈয়দ আলী, নূর মোস্তফা, ছুমুদা খাতুন, ফাতেমা খাতুন, রোকেয়া বেগম, আশরাফা বেগম, ইয়াসমিন আরা, নূর সাহেরা, সফুদা বিবি, জনুয়ারা বেগম, ইয়াছমিন আরা, আসমা বিবি, নুরুল আমিন ও এরফান। তারা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর আলম সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে শ্রীমঙ্গলের চৌমুহনা এলাকায় এনা পরিবহনের ঐ বাসটি থামানো হয়। এ সময় বাসটি থেকে নারী-পুরুষ ও শিশুসহ মোট ১৬ রোহিঙ্গাকে আটক করা হয়। তারা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। Related posts:ব্রাহ্মণবাড়ীয়া জেলা সমিতি, ইউকে’র দোয়া ও ইফতার মাহফিল-২০২৩রাস্টু মিয়ার মা এর মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটন শোকপ্রকাশপরকিয়ার অভিযোগে বিধবার চুল কেটে মাথা ন্যাড়া করে ভিডিও Post Views: ১০৬ SHARES আইন-আদালত বিষয়: