পবিত্র ঈদুল আযহা মৃনাল চৌধুরী লিটনের শুভেচ্ছা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২২ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিজয়নগর বাসীকে শুভেচ্ছা ও জানিয়েছেন প্রেসক্লাব বিজয়নগর এর সভাপতি মৃনাল চৌধুরী লিটন তিনিবলেন, পবিত্র আযহা ত্যাগের দিন। আল্লাহু তালার আদেশ পালনের জন্য ধর্মপ্রাণ মুসলিমরা পশু কোরবানী করে থাকেন। এ ত্যাগের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হন আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।তিনি আরোও বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল আযহার অবিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুল আযহা এ প্রত্যাশা করি Related posts:ইদন খানের মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটনের শোক প্রকাশছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মায়েরও, আহত মেয়েনবীনগরে ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে প্রকল্পের ড্রাম বিক্রীসহ ব্যাপক দুর্নীতির অভিযোগ Post Views: ১৮৯ SHARES Uncategorized বিষয়: