বিজয়নগরে প্রতিপক্ষের হামলায় নাড়ী ও শিশুসহ ৪ জন আহত

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২২

ব্রাক্ষনবাড়িয়ার বিজয়নগরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত
বিজয়নগর প্রতিনিধি ঃ বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত জেসমিন আক্তার ও আদিব ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আব্দুল আওয়াল ও আনুয়ারা বেগম প্রাথমিক চিকিৎসা নিয়েছে।জানাযায়,উপজেলার খাটিংগা গ্রামের মনা মিয়ার পরিবারের সাথে অপুর্ব রানা ইকরামের পরিবারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত বুধবার পুর্বশত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মন মিয়া ও তোতা মিয়ার নেতৃত্বে লোকজন দেশীয় অস্র নিয়ে হামলা চালালে জেসমিন আক্তার,আদিব সহ ৪ জন আহত হয়। আহতেদর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করলে গুরতর আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করে আর বাকী ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।এঘটনায় গতকাল বৃহষ্পতিবার রাতে অপুর্ব রানা ইকরাম বাদী হয়ে মন মিয়া, তোতা মিয়া সহ ৬ জনকে আসামী করে বিজয়নগর থানায় মামলা দায়ের করে।এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান বলেন, মামলা নেওয়া হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি।আসামীদের ধরার চেষ্টা চলছে।