সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময় গ্রেফতার বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২২ ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময় মোহাম্মদ আলী-(৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের কুমারশীল মোড়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এক সিএনজি চালকের কাছে চাঁদাদাবি সময় সিএনজি চালকরা ও স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় বুধবার দুপুরে সদর থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের মৌলভী আলী হোসেনের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও প্রতারণা ও মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। সদর মডেল থানা সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী এক সময় খাঁটিহাতা বিশ্বরোডে ফুটপাতে কলা বিক্রি করতেন। পরবর্তীতে বিশ্বরোড মোড়ে সিএনজি থেকে চাঁদাবাজি শুরু করেন। এক পর্যায়ে সাংবাদিকার ভুয়া কার্ড সংগ্রহ করে সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে নানা ধরনের অপকর্ম করতে থাকেন। ব্রাহ্মণবাড়িয়া ১নং শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোঃ হুমায়ূন কবির জানান, তার বিরুদ্ধে মাদক-প্রতারণাসহ একাধিক মামলা চলমান আছে। বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়। Related posts:৫ মার্চ ১৯৭১ সারাদেশ প্রতিবাদে মুখর হয়ে ওঠে সমগ্র বাঙালি জাতিব্রাহ্মনবাড়ীয়া কোন ধরনের দোকানপাট ১০ই মে খুলছে নাচলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর Post Views: ১৩৮ SHARES আইন-আদালত বিষয়: