বিজয়নগরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৭ জন আটক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২২ বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে এটি অত্র উপজেলায় পরিচালিত দ্বিতীয় অভিযান। আজকের অভিযানে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর বিওপি এর অন্তর্গত এলাকা থেকে আজ ১০ কেজি গাজা, ১০৬ বোতল ইস্কুপ (কোডেইন), ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই সকল মাদকের উদ্ধারের সময় জড়িত ৭ জনকে অভিযুক্ত হিসেবে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) জনাব রাবেয়া আসফার সায়মা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সহকারী পরিচালক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে বিষ্ণুপুর বিওপি উক্ত টাস্কফোর্স অভিযানে অংশগ্রহণ করেন। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং যতদিন মাদকের উপদ্রব কমানো না যাবে ততদিন আরো শক্তভাবে এই অভিযান চালানো হবে। Related posts:দুষ্কৃতিকারীদের ঘৃণ্য ষড়যন্ত্রকে প্রতিহত করবে জাগ্রত জনতা: মোকতাদির চৌধুরীনাসিরনগর ছয় পুরুষ প্রার্থীকে পেছনে ফেলে চেয়ারম্যান হলেন পুতুল রানি দাসব্রাহ্মনবাড়ীয়ায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত Post Views: ১৭৬ SHARES আইন-আদালত বিষয়: