অবশেষে আবুল ফায়েজ কারাগারে

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২২

বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই গ্রামের শশই ব্রিকফিল্ড মালিক আবুল ফায়েজকে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানা পুলিশ গ্রেপ্তারকৃত আবুল ফায়েজ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ ওর কাছ থেকে ইট দেবে বলে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে নেই যথাসময়ে তিনি ইট দিতে ব্যর্থ হওয়ায় পাওনাদার গন তাদের টাকা ফেরত দেওয়ার কথা বলিলে তিনি বিভিন্ন সময়ে ঐ সমস্ত ব্যক্তিবর্গ কে অপমানও লাঞ্ছিত করে এমনকি টাকা চাইলে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করেএ নিয়ে বিজয় নগর থানায় সাধারণ ডায়েরি করে এবং টাকা ফেরত চেয়ে আদালতে মামলা করেন মামলাগুলিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করিলে গতকাল ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন বাবু তাকে গ্রেপ্তার করে তিনি বলেন তার বিরুদ্ধে চারটি মামলা চলমান রহিয়াছেন আবুল ফায়েজ গ্রেপ্তারে এলাকায় সস্তি ফিরে আসে এলাকাবাসী বলেন গত বছর ব্রিকফিল্ড শশই গ্রামের একজন শ্রমিকের লাস তার ব্রিকফিল্ড পাওয়া যায় এলাকায় আবুল ফায়েজ প্রভাব বিস্তার করে বিযয়টি ধামা চাপা দেয় এছাড়াও তার বিরোদ্বে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ রহিয়াছে