বক্তব্যের মাঝেই সংজ্ঞা হারান আলমামুন সরকার, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২২


আখাউড়ায় আওয়ামীলীগের সম্মেলনে বক্তব্য দেয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার। ডায়াবেটিস কমে গিয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন তিনি। তাৎক্ষণিক স্বেচ্ছাবেসী সংগঠন “আত্বীয়” এর চিকিৎসক মঞ্চেই তাঁর চিকিৎসা শুরু করেন। পরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় তাঁকে। বর্তমানে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।