বিজয় নগরে ভূমি অফিসে চাঁদা দাবি, কথিত সাংবাদিক আটক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২২ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইউনিয়ন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করা একজনকে আটক করে পুলিশে দিয়েছেন ভূমি অফিসের কর্মকর্তারা। মঙ্গলবার (৮ মার্চ) বিকেল ৩টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করার সময় তাকে আটক করা হয়। চ্যানেল ২৪ টেলিভিশনের পরিচয় দেওয়া এই কথিত সাংবাদিকের নাম এলাই উজ্জ্বল (৪৫)। সে বিজয়নগর উপজেলার সিংগার বিল ইউনিয়নের মেরাসানি গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. হাছান আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আউলিয়া বাজার ইউনিয়ন ভূমি অফিসে সাংবাদিক নামে ২০ হাজার টাকা চাঁদা দাবি করলে অফিসের দায়িত্বরত কর্মকর্তা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। কথিত সাংবাদিককে চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে। Related posts:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সংখ্যালঘু মৎসজীবি সমিতির কাছে লাখ টাকা চাঁদা দাবী : আতঙ্কে জেলেরাবিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার আহবান৯০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জর... Post Views: ২৩৪ SHARES আইন-আদালত বিষয়: