ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি তানভীর, সম্পাদক বাবুল বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২২ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে মধ্যরাতে এই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সঞ্জিব কুমার দেবনাথ এই ফলাফল ঘোষণা করেন।ফলাফল অনুযায়ী সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মাত্র এক ভোটের ব্যবধানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনীত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভূইয়া জয় লাভ করেন। তিনি পান ২৯৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান (মামুন) পেয়েছেন ২৯৩ ভোট। সহ-সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী বিলকিস সুলতানা খানম (পপি) ২৯৭ ভোট পেয়ে, সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদে প্রার্থী মফিজুর রহমান বাবুল ৩৫৯ ভোট পেয়ে, সম্পাদক প্রশাসন পদে স্বতন্ত্র প্রার্থী আক্কাস আলী ৩০৭ ভোট পেয়ে, সম্পাদক কল্যাণ ও সংস্কৃতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী মো. আলাউদ্দিন ২৪৮ ভোট পেয়ে, সম্পাদক লাইব্রেরী পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আবু বক্কর সিদ্দিকী (বাবর) ৩৭৮ভোট পেয়ে, সদস্য পদে মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী (তারেক) ৩৪৫ ভোট পেয়ে, এ এইচ এম মনিরুজ্জামান (সুমন) ৩১৫ ভোট পেয়ে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদে প্রার্থী আবু সালেহ মোহাম্মদ ফাহাদ ৩৪২ ভোট পেয়ে ও রাকিব হোসেন ৩৫৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। এছাড়া অডিটর পদে কোন প্রার্থী না থাকায় জাকির হোসেন রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। Related posts:নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে মোকতাদির চৌধুরীর শোকজাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালতবিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক সার্চ কমিটি Post Views: ১৬৮ SHARES আইন-আদালত বিষয়: