ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়াতে স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১ ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়াতেস্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তী ওমহান বিজয় দিবস পালিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১ বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া। ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার বেলা ৩.৩০ মিনিটে আলোচনা সভা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাঁকজমকভাবে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। প্রধান অতিথির বক্তৃতায় তিনি এদেশের শিক্ষার্থী সমাজকে স্বাধীনতার চেতনায় সোনার বাংলাদেশ গড়ার জন্য আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারুক আহম্মদ উল্লা খান এর সভাপতিত্বে আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এবং অদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাস এর যুগ্ম সমন্বয়ক জান্নাত এ ফেরদৌসী।অনুষ্ঠানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রচনা, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কারপ্রাপ্তদের মাঝে বই, সনদ ও নগদ অর্থ উপহার হিসেবে তুলে দেন প্রধান অতিথি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। আলোচনা শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। Related posts:বিজয়নগের প্রবীন ব্যাক্তিত্ব আাহমেদ ফকিরের মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটন এর শোক প্রকাশকুতুব উদ্দিন চৌধুরী সেলিমের মৃত্যুতে জহিরুল ইসলাম ভুইয়ার শোকপ্রকাশশেখ হাসিনা সরকার ফুটবলকে তৃর্ণমুল পর্যায় থেকে ঢেলে সাজাতে কাজ করছে Post Views: ১৬২ SHARES Uncategorized বিষয়: