অবশেষে গ্রেপ্তার হলেন মহিউদ্দিন আহমেদ বাবু।

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২১

.
অবশেষে গ্রেপ্তার হলেন মহিউদ্দিন আহমেদ বাবু।

এই সেই মহিউদ্দিন আহমেদ বাবু, যিনি দুর্গাপূজার মহাষ্টমীর দিন কুমিল্লার নানুয়ারদীঘির পাড়ের পূজামন্ডপে কুরআন পাওয়া নিয়ে উত্তেজনা শুরুর পর সর্বপ্রথম নিজে প্রতিমা ভাঙচুর শুরু করেন। এরপরেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। নানুয়ার দিঘির পাড়ের ওই মণ্ডপে চলে ব্যাপক ভাঙচুর, আক্রান্ত হয় কুমিল্লা নগরীর আরও বহু পূজামণ্ডপ। পরে সহিংসতা ছড়িয়ে পড়ে চাঁদপুর, নোয়াখালী, ফেনী, গাজীপুর, মৌলভীবাজার, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন জেলায়।

মহিউদ্দিন আহমেদ বাবু কুমিল্লার সিটি মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারী (পিএস)। সেইদিন পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে মেয়র সাহেব তাকে ছাড়িয়ে আনেন বলে এলাকাবাসীর অভিযোগ। ঘটনার পর থেকে সে পলাতক ছিল, গতকাল রাতে খাগড়াছড়ির সাজেক থেকে তাকে আটক করা হয়।