বিজয়নগরে বৃদ্বকে মারধরের অভিযোগ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফরিদ মিয়া(৫৫) এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে। একই এলাকার আঃ রহমান ও তার সাঙ্গ-পাঙ্গরা পিটিয়ে তাকে গুরুতর জখম করে। এ ঘটনায় বিজয়নগর থানায় ফরিদ মিয়ার স্ত্রী মরজিনা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।মামলাসূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় চম্পকনগর বাজার থেকে বাড়ি ফেরার সময় আঃ রহমান ও তার লোকজন মরিচের ঘোলা পানি ফরিদ মিয়ার চোখে ছুড়ে দিলে সে মাটিতে পড়ে যায়। পরে তাকে এলোপাতারি মারপিট করে গুরুতর জখম করে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোঃ হাসান বলেন এ ঘটনায় মামলা নেয়া হয়েছে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। Related posts:শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সহধর্মিণী লিলি চৌধুরী আর নেইবিজয়নগরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিতবিজয়নগরে প্রবাসী কল্যাণ সমিতির নগদ অর্থ সহায়তা প্রদান Post Views: ১৯৮ SHARES আইন-আদালত বিষয়: