বিজয়নগর উপজেলা নির্বাহি কর্মকর্তার আহবান বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২১ অাগামীকাল ০৭ আগষ্ট শনিবার সকাল ০৯.০০ টা হতে বিকাল ০৩.০০ টা পর্যন্ত বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে একযোগে প্রতি বুথে ২০০ করে ৩ টি বুথে মোট ৬০০জন করে প্রতি ইউনিয়নে ক্যাম্পেইন করোনা টিকা দেওয়া হবে। ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচিকে সফল করতে নিম্নোক্ত নির্দেশনা মেনে চলতে হবেঃ ১.বয়স অবশ্যই ২৫ এর উপরে হতে হবে এবং NID থাকতে হবে ২•বয়স ১৮ এর উপরে হলে NID থাকলেও এই ক্যাম্পেইন এ টিকা দেয়া যাবে না। ৩.কারও আগে হতে Registration করা থাকলে টিকা কার্ড নিয়ে আসলে অবশ্যই টিকা পাবে।রেজিষ্ট্রেশন না থাকলে জাতীয় পরিচয়পত্র নিয়ে অাসতে হবে। ৪.কেউ যদি আগে ১ম ডোজ পেয়ে থাকেন তিনি এই ক্যাম্পেইন এ কোনো টিকা পাবেন না। ৫.এই ক্যাম্পেইন এ প্রবাসীদের টিকা প্রদান করা হবেনাতারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যথাযথ যোগাযোগ করে প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের মাধ্যমে নিবন্ধন করে চাহিদা অনুযায়ী ঠিকা নিতে হবে। ৬.অবশ্যই ১ম ২ ঘন্টা বীর মুক্তিযোদ্ধা,বয়োজ্যেষ্ঠ পুরুষ মহিলা, প্রতিবন্ধী, বিধবা মহিলাগণ অগ্রাধিকার পাবে। ৭.ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, মেম্বারগন, ট্যাগ অফিসারগণ,পুলিশ বাহীনি, অানসারবাহীনি, গ্রামপুলিশ, রেডক্রিসেন্ট, স্কাউটস,স্বাস্থ্যকর্মী সমন্বয় করে কাজ করবেন। টিকা নিতে যারা বাদ পড়বেন পরবর্তিতে তারা টিকা পাবেন।মনে রাখবেন এটা শুরু, শেষ নয়সুতরাং কেউ তাড়াহুড়ো বা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। Related posts:পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিতছেলের মরদেহ নিয়ে রাস্তায় বাবা মা পাশে দাড়ালেন উপজেলা চেয়ারম্যানঐতিহাসিক ১৪ ফেব্রুয়ারি আজ, ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস Post Views: ২৪৬ SHARES আইন-আদালত বিষয়: