বিজয়নগরে লকডাউনের তৃতীয় দিনেও সক্রিয় প্রশাসন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১ বিজয়নগর নিউজ ডেস্ক : করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার কর্তৃক ঘোষিত কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে লকডাউনের তৃতীয় দিনেও বিজয়নগর উপজেলা প্রশাসন মাঠে সক্রিয় ছিল। আজ (৩ জুলাই) শনিবার দিনব্যাপী উপজেলার আড়িয়ল বাজার, চম্পকনগর বাজার, নোয়াগাঁও মোড় বাজার, সিঙ্গারবিল বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত। অভিযানে পরিচালিত মোবাইল কোর্টে সংক্রামক রোগ(প্রতিরোধ,নিয়ন্ত্রন ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী ১৭ টি মামলায় ১৭ জনকে ১৪ হাজার ৯০০ টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রতিদিন সচেতনতামূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। কোভিড-১৯ এর পরিস্থিতি নিয়ে সর্তক করা হচ্ছে। প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করছি । তবে কিছু মানুষ সরকারি আদেশ অমান্য করছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং লকডাউন কার্যকর করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। Related posts:পেশা পরিবর্তন করে শরবত বিক্রিতে ঝুঁকছেন অনেকেব্রাহ্মণবাড়িয়ার নিহত শান্ত সহ ১১ ছাত্রলীগ নেতার দ্বাদশ মৃত্যুবার্ষিকীবঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় জনসমাবেশ Post Views: ৩৩৯ SHARES আইন-আদালত বিষয়: