বিজয়নগরে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সৃষ্ট দূর্যোগ প্রতিরোধে অর্থদন্ড প্রদান বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১ করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সৃষ্ট দূর্যোগ প্রতিরোধে মাস্ক পরিধান না করায় ১৫ জনকে অর্থদন্ড প্রদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি – আজ করোনাভাইরাস প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত কঠোর বিধিনিষেধ ও নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে বিজয়নগর উপজেলার ইছাপুরার মির্জাপুর মোড়,অামতলী বাজার, চান্দুরা মোড়,সাতবর্গবাজার,কেনা মোড়, ইসলামপুরবাজার, চম্পকনগর বাজার, নয়াগাঁও বাজার, সিঙ্গারবিল বাজারেমোবাইল কোর্ট পরিচালনা করেনউপজেলা নির্বাহি অফিসার, বিজয়নগর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটজনাব কে এম ইয়াসির আরাফাতএবংসহকারী কমিশনার( ভূমি) ,বিজয়নগর ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটজনাব রাবেয়া অাসফার সায়মা এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেস্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরা,সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা, মোটরসাইকেল নিয়ে বের হওয়ায়সংক্রামক রোগ ( প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) অাইন-২০১৮ এরবিভিন্ন ধারা ভঙ্গের অপরাধে ১৫ জনকে ১৫টি মামলায় ৫৭৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনগণের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে সচেতন করা,সরকারি নির্দেশনা মেনে চলা ও বিনামূল্যে সরকারি মাস্ক বিতরণ করা হয়।এছাড়া উপজেলার সকল গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ ও সেনাবাহিনীর নিয়মিত টহল দেয়া হয়। Related posts:হরষপুরে স্বাধীনতা দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণবিজয়নগরে কালেক্টরেট সমিতির কর্ম বিরতিশহীদ নুর হোসেন দিবস পালন Post Views: ১৯৮ SHARES আইন-আদালত বিষয়: