ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১

তানভীর আমিদ রাজীব: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিল থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুদাইল্লা বিল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা হলেন, ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামের জাহাঙ্গির আলমের ছেলে মো. হোসাইন (৭) ও একই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে মুরছালিন মিয়া (৫)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকাল থেকে শিশু দুটি নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করে তাদের কোনো সন্ধান পায়নি। পরে রাতে শিশুর পরিবারের পক্ষ থেকে বিজয়নগর থানায় একটি অভিযোগ জানানো হয়।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, আজ সকালে লোকজন থেকে খবর পেয়ে বিলে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এখন লাশের বিষয়ে কিছু বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে এবং তদন্ত শেষে ঘটনা জানা যাবে ।