রেলস্টেশন সংস্কার ও রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে জাগ্রত ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২১ নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে সামাজিক সংগঠন জাগ্রত ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে রেলস্টেশন চত্তরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় ভাংচুর কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের তান্ডব রুখতে সামাজিক সচেতেনতা তৈরীতে গুরুত্ব দেয়া হয়। জাগ্রত ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সচিব প্রভাষক জামাল আহমেদের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সাহা,যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুৎফর, মিঠু সাহা, নাসির, সাজ্জাদ আনোয়ার প্রমুখ।এ সময় বক্তারা বলেন, ট্রেন বন্ধ থাকায় আজ ব্রাহ্মণবাড়িয়াবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি স্টেশনকে কেন্দ্র করে যাদের জীবিকা চলতো তারাও রয়েছেন সীমাহীন দূর্ভোগে। আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান গুলো রয়েছে বন্ধ। সব মিলিয়ে এখানে এক বিভীষীকাময় পরিস্থিতি। আমরা দ্রুত ট্রেনের যাত্রা বিরতির দাবি জানাচ্ছি। পাশাপাশি দ্রুত ভাংচুর কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিও জানাচ্ছি। শুধু ছাত্রদের গ্রেফতার করলেই হবে না, যারা তাদের নির্দেশ দিয়ে ছিল আমরা তাদেরও গ্রেফতারের দাবি করছি। ভবিষ্যতে যাতে কেউ এভাবে আমাদের সম্পদ নষ্ট না করতে পারে তার জন্য আমাদেরকেই সচেতন থাকতে হবে বলেও উলেখ করেন বক্তারা। Related posts:বিজয়নগর বাসীকে জাতি ধর্ম নির্বিশেষে রাজীব বনিকের ঈদ-উল-ফিতরের শুভেচ্ছাবিজয়নগর উপজেলা হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসকএড মাহবুবুল আলম খোকনের মায়ের মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটনের শোক প্রকাশ Post Views: ২৭২ SHARES আইন-আদালত বিষয়: