হেফাজতের তান্ডবে নেতৃত্বদানকারী সাজিদুর রহমান ও মোবারক উল্লাহ গং কে দ্রুত গ্রেফতারের দাবি বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১ বিজয়নগর উপজেলার পূর্বাচল কলেজের উদ্যোগে আজ সকাল দশ ঘটিকার সময় পূর্বাচল কলেজের সামনে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনও প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিযদের সভাপতি মাহমৃদুল হাসান সরকার সভাপতিত্বে এবং কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যহ্ম কামরুল হাসান সোহাগ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম মোস্তফা প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃনাল চৌধুরী লিটন সাবেক চেয়ারম্যান আল মামুন বীর মুক্তিযোদ্ধা সহিদুল হক আওয়ামীলীগ নেতা ম প স তাবরীজ সরকার জেলা কৃষকলীগের নেতা আলমগীর চৌধুরী সভায় ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবে নেতৃত্বদানকারী সাজিদুর রহমান ও মোবারক উল্লাহ গং কে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।তারা বলেন, গত ২৬/২৭/২৮ মার্চ হেফাজতের তাণ্ডবের সময় মাদ্রাসাবাংলা গান র ছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, পৌরসভা কার্যালয়, ভূমি অফিসসহ সরকারি, বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনা ভাংচুর ও আগুনে পুড়িয়ে দিয়েছে। সেবাদানকারী সংস্থাগুলো ভাংচুর ও পুড়িয়ে দেয়ায় জনগণের ভোগান্তি বেড়েছে। হেফাজত যে কাজগুলো করেছে তা ইসলাম সম্মত নয়। এতে তাদের লজ্জা হওয়া উচিত। এদের উসকানী ও নির্দেশ দাতা সাজিদুর রহমান ও মোবারক উল্লাহ গং কে দ্রুত গ্রেফতারের দাবি জানানো সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্যরা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সম্পর্কে যে কটুক্তি করা হয়েছে সেই জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান Related posts:আখাউড়ায় ট্রাক চাপায় ঘটনাস্থলে দুইজন নিহতবিজয়নগর বাসীকে জাতি ধর্ম নির্বিশেষে রাজীব বনিকের ঈদ-উল-ফিতরের শুভেচ্ছাব্রাহ্মণবাড়িয়ায় যৌতুক দাবির ঘটনায় এএসআই হুমায়ূন জেল হাজতে Post Views: ৪৫০ SHARES আইন-আদালত বিষয়: