ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন ঃভোটকেন্দ্র দখল হবার আশঙ্কা খোদ জেলা আওয়ামী লীগ। বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ১৬ ভোটকেন্দ্র দখল হবার আশঙ্কা করছেন খোদ জেলা আওয়ামী লীগ। দল থেকে অব্যাহতিপ্রাপ্ত স্বতন্ত্র মেয়র প্রার্থী মাহমুদুল হক ভূইয়া ও বিএনপির মেয়র প্রার্থী জহিরুল হকের লোকজন এসব কেন্দ্র দখল করবে। শনিবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে দলীয় প্রার্থী নায়ার কবিরের পক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার এই আশঙ্কা প্রকাশের পাশাপাশি তিনটি কেন্দ্রের ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রতি দাবী জানান। এর আগে শুক্রবার ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রের বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও তিনি নিশ্চিত করেন।সংবাদ সম্মেলনে আল মামুন সরকার বলেন, পৌর এলাকার ভাদুঘর দারুস সুন্নাহ কামিল মাদরাসা পূর্ব ও উত্তর ভবন কেন্দ্র, ভাদুঘর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ও নতুন ভবন কেন্দ্র, ভাদুঘর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব ও পশ্চিম ভবন কেন্দো এবং ভাদুঘর রিষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে সংঘবদ্ধ সন্ত্রাসীরা স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক ভূইয়ার মোবাইল ফোন প্রতীকে জোর করে এককভাবে ভোট নেয়ার চেষ্টা করবে। এছাড়া ওই প্রার্থীর লোকজন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, কাউতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলে নেয়ার অপচেষ্টা করবে বলেও সংশয় ব্যক্ত করেন তিনি।ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক ভূইয়ার মতো বিএনপির প্রার্থী জহিরুল হক তার নিজ গ্রাম শিমরাইলকান্দির তিনটি কেন্দ্র শিমরাইলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমরাইলকান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তোফায়েল আজম কিণ্ডার গার্টেন ভোটকেন্দ্র সংঘবদ্ধ সন্ত্রাসীদের দ্বারা দখল করে জোর করে ধানের শীষ প্রতীকে ভোট নেয়ার চেষ্টা করবে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে মাহমুদুল হক ভূইয়াকে সাময়িক বহিস্কার করে স্থায়ী বহিস্কারের জন্য গত ১৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে চিঠি দেয় জেলা আওয়ামী লীগ। তৎপ্রেক্ষিতেই কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদনক্রমে গত ২২ ফেব্রুয়ারি মাহমুদুল হক ভূইয়াকে তাঁর স্বীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়। স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক ভুইয়া ও বিএনপি প্রার্থী জহিরুল হক খোকন পৌর এলাকার মোট ৪৮ কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্র দখল করাসহ বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোটরদের কেন্দ্রে আসতে নিরোৎসাহিত করতে পারে। এ অবস্থায় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে এবং ভোটরদের নিরাপত্ত বিধানে বিপদজ্জনক কেন্দ্রগুলোতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত সংখ্যক বিজিবি, র্যাব ও পুলিশ ফোর্স মোতায়েনের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। সংবাদ সম্মেলণে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান এই অভিযোগের বিষয়ে জানান, ‘প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।’উল্লেখ্য, রোববার পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে। শনিবার শহরের নিয়াজ মুহাম্মদ স্কুল থেকে ইভিএম মেশিনসহ যাবতীয় নির্বাচনী সরাঞ্জাম স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের দায়িত্বে কড়া নিরাপত্তায় ৪৮ টি ভোটকেন্দ্রে পৌঁছে দেয়া হয়। ১২ টি ওয়ার্ড নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মোট ভোটার এক লাখ ২০ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫৬২ জন এবং মহিলা ভোটার ৬০ হাজার ৯৪২ জন। নির্বাচনে পুলিশের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুর র্যাব ও স্ট্রাইকিং ফোর্সসহ আনসার বাহিনী দায়িত্ব পালন করবে। Related posts:কথা রাখলো আ’লীগ, রাসেলস ভাইপার ধরে পুরস্কার পাচ্ছেন সেই তিনজনদেশে করোনায় নতুন আক্রান্ত ৫৪, মৃত্যু বেড়ে ২০বিজয়নগরে ধর্ষিতা বাক প্রতিবন্ধী কিশোরীর ছেলে সন্তান প্রসব Post Views: ৪৮৩ SHARES আইন-আদালত বিষয়: